Dr. Neem on Daraz
Victory Day

 রুপো, ব্রোঞ্জ জিতল শাহরুখ পুত্র আব্রাম


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৪৯ এএম
 রুপো, ব্রোঞ্জ জিতল শাহরুখ পুত্র আব্রাম

শাহরুখ পুত্র আব্রাম

ঢাকা: ফাদারস ডে-র বাকি রয়েছে বেশ কিছু মাস। কিন্তু বাবা শাহরুখকে আগাম উপহার দিয়ে দিল আব্রাম খান। জিতল রুপো এবং ব্রোঞ্জ মেডেল। গর্বিত বাবা ছেলের সাফল্যে এতটাই উচ্ছ্বসিত মেডেল, প্রশংসাপত্রসহ ছেলের ছবি শেয়ার করে লিখে ফেললেন আস্ত একটা পোস্ট।

স্কুলে ‘স্পোর্টস মিট’ ছিল। আর সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম।  সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রুপো এবং ব্রোঞ্জ মেডেল। সেই ছবি শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন, “আমার ছোট্ট সোনা, রুপো আর ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ”।

আগামীনিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে